৩টি পুনরাধুনিক কবিতা
১)
সুপ্রভাত
হেমলক
আকাশ...
সূর্য
বিড়াল...
শুয়ে আছে আরামে
সানাইয়ের মত মোরগ
সুপ্রভাত "......
"
এইখানে আমরা বসে আছি
ঘেন্না করা এই এই শুরু হবে বলে
ঘেন্না আসবে ফুলের মত
ঘেন্না আসবে নরকের আগুনে হাঁটা পাপীদের
মত
ঘেন্না ছাদের ট্যাঙ্কির গায়ে আটকে
থাকা শ্যাওলার মত চকচক করবে রোদে
রাগ ঘেন্নার চেয়ে উদাস কিছু অবহেলা
পেলে আমায় দিও
"এই পৃথিবী একটা বিরাট
বেলুন
একলা শান্ত যুবকে ভর্তি"
- এইটুকু বলে পরী আজ না হেসেই চলে গেল
হেমলক
আকাশ...
বিদায়। বোকারা
পরী অনেক আগেই জানত
আমরা বড় হয়ে যাব
২) শূন্য
বেড়িয়ে আসুন ঈশ্বর
এক ধাক্কা
কাল অন্ধকার গুহা মুখ খুলেছে
রাস্তায় মসজিদ আর মন্দিরের চূড়া
সাজিয়েছি
আলোয় আলোয় যেতে
চলে যান এই সব ছেড়ে
আমরা এই ভাল থাকি
শূন্য শূন্য ঠাকুর ঘরে কাঁদলে
৩)
আমি রাতে প্রার্থনা করেছি
তারপর ভেবেছি
ঈশ্বর, আমার মদের বোতল যেন কানে কালা হয়
ও শুনে থাকলে হাসবে
কাশিও তাকাই...
সমুদ্র
ঈশ্বর তোমার গাঢ়তম কাজের সময় এখন
মানুষ কেমনে করিয়ে দাও জন্মজন্মের
গান
চন্দ্রাহত বাঁদুরেরা সার্কাস দেখায়
পুরনো টেলিফোন। কানেকশন কেটে দেওয়া।
বেজে উঠেছিল সেই মত ঠিক ৩ টেরিং।
৩টা রঙ
ভাবছিলাম তোমার কথা
এবং গিলছিলাম মিষ্টান্নের মত ৩রঙের
মদ
দারুণ একটা যুদ্ধ চলছিল।
এখনও....
সাদা ফুল জ্বলছে....
লন্ঠন...
শুভরাত্রি,
".........."
শুভরাত্রি ( নামটা শেষেও রাখা যায়)
খুবই ভালো লাগল রেঁনেসা। অনন্ত শুভকামনা রইল তোমার জন্য।
ReplyDeleteঅনেক খুশি পড়লে বলে। আর পড়ে জানালে বলে।
Deleteবেশ লেখা। 2 নং সবচেয়ে ভালো লাগলো লিখবো ভাবলাম,কিন্তু একটু ভেবে বাকি দুটো আবার পড়লাম। পরে বুঝলাম কোনোটাকেই বেশি ভালো বলা যাবে না। 3 টেই আমার মতে স্বয়ংসম্পূর্ণ। 2নং টা WHATSAPP এ স্ট্যাটাস দেব।চিন্তা নেই, রেনেসাঁ সঠিক জায়গাই থাকবে।��
ReplyDeleteধন্যবাদ। :-)
Deleteদারুণ
ReplyDeleteদারুণ
ReplyDeleteপড়লে। থ্যাংকস।
Deleteমুগ্ধতা
ReplyDeleteপরিরা তো অনেক কিছুই জানে। আমরাও বড়ো হয়ে যাই। আর এই একলা শান্ত যুবকে ভর্তি বেলুন পৃথিবী আমাদের আকাশে উড়ে বেড়ায়...
ReplyDeleteথ্যাংকস।
Deletekoekbar porte holo.... bisoy bostu r modhey permiker hotasa, jiboner proti nirasa abong somosamoyik dharmik orajokotar avas pelam... sobdo choyon khub valo.. vison valo laglo... onek suveccharoilo..:)
ReplyDeleteঅনেক ধন্যবাদ। পড়লে।
Deleteতিন নম্বর। শুভ রাত্রি , বেশ দারুণ শেষ।প্রথম টিও জলের রঙে আঁকা ছবির ভিতরে আত্মবিশ্বাস খেলা করছে, যেটি খুব ভালো।দ্বিতীয় টি সা আর সা এর মাঝে সাঁকো হয়ে দাঁড়াতে পারল।
ReplyDeleteআচ্ছা।
Deleteব্লক টা খোল প্লিজ। আর মেসেজ করে জ্বালাব না। প্লিজ প্লিজ।
৩এর পাঠক হলাম
ReplyDeleteধন্যবাদ। :-)
Deleteভীষণ ভালো । শুভরাত্রি বেশি ভালো লাগলো । আরো লেখো, অনেক শুভেচ্ছা
ReplyDeleteপড়লে। থ্যাংক ইউ
Delete- রেনেসাঁ
আহা!! কি দারুন লাগল। জাস্ট আউট হয়ে গেলাম
ReplyDeleteসোয়াহা।
Deleteআহা!! কি দারুন লাগল। জাস্ট আউট হয়ে গেলাম
ReplyDeleteবেশ ভাল লাগলো ।
ReplyDeleteআমার খুব ভাল লাগল।
Deleteতিনটি কবিতাই ভাল লাগলো।
ReplyDeleteপড়লাম, আবার পড়বো।
ReplyDelete