।। বাক্‌ ১১৭ ।। ফারজানা মণি ।।




তিনটি কবিতা : ফারজানা মণি

সাডেন সিম্ফনি
চারদিক নগ্ন।পেপারে আঁকা হচ্ছে গ্লিসারিন বুদবুদ।সাইকাস পাতার ফাঁকেফাঁকে লুকিয়ে গেছে পেঁচানো চাবুক।স্তন।যোনি এবং গোলাপি আপেল।টেনে আনো উলম্ব ছবির উপর। উলটে দাও কচি ফুলের বাগান।সরু পথ ধরে একটা মাছ বরফে ঢেকে যাচ্ছিলো... তারপর হঠাৎ(!)


টুগেদারনেস 
সামোভার জ্বলছে। কামড়ে নিচ্ছে সিটিং মিশনারির স্টেপ। এপিসোডে দাঁতের ছোবল। একগ্লাস রক্ত ঠোঁটের কোণায় নেমে এলে চুষে খাই বিলেতি মদ। আজরাতে শরীর লিখে দেবে সহবাসের উপাখ্যান।


মিরর এফেক্ট

আয়নার সামনে
একটা ন্যাংটা শরীর
চন্দ্রাকার পৃথিবীর উপর খসে পড়া ব্রেসিয়ার।
আবছা এক্সপ্রেশন। উফ!
আমি?

নাকি (     )



ছবি Amela Subasic

4 comments:

  1. দারুণ দারুণ

    ReplyDelete
  2. 'আজ রাতে শরীর লিখে দেবে সহবাসের উপাখ্যান।'দারুণ...

    'সাডেন সিম্ফনি' ও 'টুগেদারনেস'বেশ ভালো লেগেছে।

    ReplyDelete
  3. প্রতি এপিসোডে দাঁতকে ছোবল...

    ReplyDelete