।। বাক্‌ ১১৭।। শ্রেয়সী ।।





নির্বাসিত  

এ সমস্ত ছেড়ে যাওয়া
 
আসলেই কখনো কখনো জীবন হয়ে ওঠে।
 
যে ছায়ারা দীর্ঘ হয়ে ওঠে
 
তাদের জীর্ণ শরীরে নির্বাসনে চলে যায়
কোনো এক গ্রীষ্মের বন্ধু, আত্মীয়রা!
 
জেগে ওঠা চরে
 
কেবল হাপিত্যেশ বসে থাকি
 
এক বুক সমান জলের চাহিদা নিয়ে!


1 comment:

  1. শ্রেয়সীর নিঃসঙ্গ কবিতাটিকে সঙ্গ দিয়ে গেলাম। উপভোগ করলাম।

    ReplyDelete