পা
হার্পুন ভাঙার কোনো শব্দ নেই
এই কথাটা নকল করতে করতেই
দু’টো বাস
ঢুকে গেল কলকব্জাহীনভাবে
আর মাছের ট্রাকগুলো
আটকে গেল গতিবেগের ভুল অঙ্কে
ফুসফুস।
ত্রস্ত খাঁজের অন্ধকারে ফুলে উঠছে
জেলেদের নরম মাংসের পা’য়ে
শাদা সেফটি টো’য়ের ফেনাজল
অনর্গল
ঘেঁটে দিচ্ছে জীবন নামের এক উজবুক মাছ
চরম হয়েছে কবিতাটি
ReplyDeleteচরম হয়েছে কবিতাটি
ReplyDeleteঅনুভব করলাম নিজের মতো করে। ভালো হয়েছে।
ReplyDeleteBesh laglo bhai..
ReplyDeleteবাহ্
ReplyDeleteএকদম দারুণ, ছিটকে ভোল্ট খেয়ে সব উজবুক মাছের কাছে এসে,জিতে যাচ্ছে। ভালো।
ReplyDelete