ভয়
ঈশ্বরের সামনে দাঁড়িয়ে হতাশায় ভেঙে পড়ে হেনরি বলেছিল
চেষ্টা করেও কিছুতেই সে ভেদ করতে পারছেনা
বিশ্বাস
করতে পারছে না
সামান্য পাশ্চাত্য ঘেঁষা, খানিক বামপন্থী
সংক্রমণের
ভয়ে জড়োসড়ো ঈশ্বর
তার কথা শেষ হবার আগেই পুরোপুরি লাল হয়ে যায়
এ টি এম কাজ করছে না
অর্ন্তলোকের অব্যক্ত
হাহাকার
আর এক নিরাবয়ব সর্বময়
উপস্থিতিকে শ্বাসরুদ্ধ করে
আত্মায় নিঃশব্দ জীবনে
মিলিয়ে যাবার আগে
ডার্ক চকোলেট কিনতে ঢুকে
যায় হেনরি
আমি পড়ছি অথচ এ টি এম কাজ করছে না
ReplyDeleteভেঙ্গে যাচ্ছি লেখার পাশে
দ্বিতীয়'টি নামকরণ সহ অসাধারণ । উল্লিখিত হেনরি'র আইডেন্টিটি যদি থাকে,জানাবেন প্লিস। রিলেট করতে সুবিধে হবে।
ReplyDelete