।। বাক্‌ ১১৭।। ধীমান চক্রবর্তী ।।





দুটি কবিতা : ধীমান চক্রবর্তী



অবসর ১

একা ভেসে যাওয়া নৌকো
সারাদিন তোমায় খুঁজে বেড়াচ্ছে
              ছায়াদের পথে পথে,
সে শুধু মনে রাখতে চায় ঘুমানো গেরোবাজ
ড্রইংরুমে ঢোকার আগে উসখুস করে
কাশফুলটাপুর-টুপুর বিকেল
দেওয়ালে দুষ্টুমি আঁকলো কে যেন!
                     ছায়াছবির চড়াই
গোটানো রিল থেকে বেরিয়ে
ঝুলিয়ে দিল জিরো আওয়ার
যে রংটা হয়ত হতে পারতো
                     খেলনা জলাশয়ে
তারা এখন এক-আধ পশলায়
তারা এখন উলুধ্বনির আগুন পোহাচ্ছে



অবসর ২

শব্দের বাইরে বসে চায়ের কাপ
              উল্টোদিকে আয়না
মাঝে মধ্যে চুমুক দেয়
সম্ভাবনারও কিছু নিজস্ব সম্ভাবনা থাকে
রুমাল আকাশে ছুঁড়ে হেড-টেল করছে বাগান
কথার ভিতর থেকে নিঃশ্বাস মুছে নাও
                     তবুও মাঝে মাঝে
তাদের শূন্যতাগুলি ফিরে পেতে চায় ট্রামলাইন
ছায়াদের যে শৃঙ্খলা আছে –
তারা গুনগুন করে রকমারি গ্রীস্ম গাইছে
সেলাইমেশিন থেকে বহুদূর ভালোবাসা
                     গুন করে গাইছে,
মানুষের শেষ হয়ে যাওয়া কথাগুলো


2 comments:

  1. রুমাল আকাশে ছুঁড়ে হেড-টেল করছে বাগান

    ReplyDelete
  2. তাদের শূন্যতাগুলি ফিরে পেতে চায় ট্রামলাইন--এমনি শব্দ শূন্যতায় সুন্দর ভাব বিস্তার

    ReplyDelete