।। বাক্‌ ১১৭ ।। সরদার ফারুক ।।





হাতপাখা

পুরোনো ব্রোথেলগুলো হাজারো নিয়ম মানে
পরবের
 দিনে দরোজা থেকেই 
ফিরে
 যেতে হয়
যুথাচার নেই, বুড়ো মুদি নজর রেখেছে
ফলত
 আমরা পৃথক ঘরেই যাই
চোলাই
 পানের ফাঁকে অভিজ্ঞতা বিনিময় করি
সব
 কি অভিন্ন, না কি বিবিধ নদীর মতো
স্রোতে
  ভাঙনে আলাদাই খ্যাতি?
হাতপাখা মুছে দেয় স্বেদবিন্দু, ঘ্রাণ-কোলাহল


2 comments:

  1. 'পুরোনো ব্রোথেলগুলো হাজারো নিয়ম মানে
    পরবের দিনে দরোজা থেকেই
    ফিরে যেতে হয়।'দারুণ... সরদার ভাই।

    ReplyDelete
  2. 'পুরোনো ব্রোথেলগুলো হাজারো নিয়ম মানে
    পরবের দিনে দরোজা থেকেই
    ফিরে যেতে হয়।'দারুণ... সরদার ভাই।

    ReplyDelete