।। বাক্‌ ১১৭ ।। রিপন হালদার ।।





তিনটি কবিতা : রিপন হালদার


হত্যা

রাত্রির গলা কেটে তারপর দেখি 
দিনেই এসেছি ফেলে যাবতীয় চিৎকার

 দিনেই এসেছি ফেলে আমার চামড়ায় রাখা আগুন

  মাংস নিয়ে যার তোমরা পিকনিকে যাবে
 বলেছিলে
  
 মাথা নিয়ে ফুটবল


 সেই আমি বেহিসাব ঘুরিয়ে দিলাম  
সংবাদ, পাঠিকার চুল কেটে কেটে বানাচ্ছি
আরামদায়ক সোফা
  
ঘোষকের আঙুলে থুতুর মুক্তো
রায়ট টাঙাচ্ছি শহরের... উচুতম টাওয়ারে  

 
এগুলি আমারই আবিষ্কার এবং আত্মজীবনী

ওরা ভুল পড়ছিল
ওরা ভুল বলছিল

 আমি তো চমৎকার বেঁচে এবং বর্তে আছি

 এই ভূতের আঙুলে লটকে থাকা
 এই শহরে




রক

রক মিউজিক কাকে বলে জানো

তোমার গলার চামড়ার উপর ভরপেট রক্ত খাওয়া
জোঁকগুলো যখন শুষে চলে তোমাকে
তার গা ঘেঁষে একটা ঝড় যখন
খুব গভীর ভাবে বেরিয়ে আসে তোমার
একটা তীব্র চিৎকার সন্তান




ইশারা


গানের মতোই একটা চাকু আনো দেখি
বায়ু নির্মিত

শুরু করো হারমোনিয়াম
আর ওর বাতাস, দীর্ঘশ্বাস, আর এক পাত্র সমুদ্র
 এই, এইখানে

হ্যাঁ
মুখের সামনে ধরো, হাতের সামনে
তোমার হাত, আঙুল, নব্, ধাতু না বাতাস
সুরের লোহা

গানের মতই একটা চাকু আনো দেখি
বায়ু নির্মিত

এই, এইখানে







4 comments:

  1. বায়ু নির্মিত চাকু

    ReplyDelete
  2. বেশ ভাল লাগল।।

    ReplyDelete
  3. খুব ভালো লেগেছে--ভাব উদ্বেল, সুন্দর

    ReplyDelete