দুটি কবিতা :
আঙুল
একটা রহস্যময় আঙুল কামড়ে
অপরিচিত স্বাদ এলো
আর এলো প্রবল দোটানা
আঙুল না স্বাদ, কে ফেরি হবে?
অবশিষ্ট সাদা রাম এক ঢোকে শেষ করে
সে বলল - 'রহস্যময়?'
সামান্যতম 'আমি'-র
সামান্য আঙুল
মোমবাতির হলুদ শিখাকে আড়াল করল;
দীর্ঘ হয়ে মেঝে ছুঁয়েছে তার ছায়া,
সেই দেওয়ালে সুখী মুহূর্তের ছবিও হেসে ঝোলে।
আঙুলের মতই নেমে আসে মেঘ,
মাঝে মাঝে টর্নেডো হয়ে।
ডিম
প্রবল শীতে হাতে হাত ঘষে
নিতান্ত উত্তাপ,
তুষার রাতে সেও এক পরম বিস্ময়!
দু'টো তালু মিলিত হয়
গর্ভাশয়ের মত,
উষ্ণতা ভ্রূণ - বিস্ময়!
উত্তরের মিনারের মাথায় টিমটিমে তারা
পবিত্র হোক বা না হোক
নাগালের বাইরে থেকে যাবে অনেকগুলো রাত;
আর
এই ভ্রূণ, এই বিস্ময়
সেই ডিমের মতই
পোচ, অমলেট, বা সেদ্ধ করার
জন্য অন্ততঃ
তাকে জন্ম দেওয়া হয় না।
'আঙুল' বেশ ভালো লাগলো।
ReplyDelete