পেয়ালা
। ৪।
আলাপনে কেবল
অপেক্ষা। যেহেতু ডোর এবং বিরহে অনন্ত বন্ধন। ভাষা দিবস। নিরন্তর মা। নিরজনে।
অন্ধকার কি এতই সহজ! তর্পণ। তবে কি উপেক্ষা করিব ওই প্রান্তর? একবার অন্তত সাহসের
গাথাসকল এইখানে আবৃত্তি করো।
। ৫।
বাতাস। খেলাচ্ছলে। আর বিভিন্ন প্রকার। যথা মশারির পূর্ব
কোণ। অতিরিক্ত আলো। ওইখানে একদা। আসিবে, এ রূপ নির্দিষ্ট হেতু উত্তরে মাথা করি।
অখিল যোনির অঙ্ক ভাবি। কে কবে দেখিয়াছিল শেষ পর্ব! অথাপি তাহাতে তো আমিই খালাস।
কেবল অনুসন্ধানী, তাই দেখি অন্ধকার। নাকি রাত্রি! বাতাবি লেবু মনে পড়ে। অবিনশ্বর।
কেবল হাসি পূর্বের অনুসারী। আর তো কিছুই ছিল না পোষ্টকার্ডে। তবু মনে হয়, খুঁজে
দেখি, একখানি চাকাও কি থাকিবে না অভ্যন্তরে!
খুব ভালো লাগল।
ReplyDelete