।। বাক্‌ ১১৭।। অনিকেশ দাশগুপ্ত ।।





দুটি কবিতা : অনিকেশ দাশগুপ্ত  


বিসর্গ

উদ্বাস্তুবিদের ইশারায় মিশে যাচ্ছে
এই থার্মোক্লাইন,
সুষুম্না চিরে বেরিয়ে আছে
যে মানুষটির সাম্প্রতিক স্নায়ু;
বেনকাব হলে হে প্রিয়তম বাহিকা
স্বর্ণাভ স্তরে মৃত্যু বয়ে গ্যাছে অনেক
প্রকৃতিগত বিভাজনে -
প্রতিবন্ধকতা আমি
আমার সজাগ অনৈচ্ছিক
টলটলে কাঁচের সম্মুখে আমার
ভ্রূণোদ্গমের মাদুর পোড়ে



অসমাপ্ত ছবি

এই অবধি গতিহীন পথ
           শিল্পীর এঁকে দেওয়া পোশাক

     জানলার কাচ ভাঙে রৌদ্রময়
     একবুক আশায় ঝাঁপিয়ে পড়া
             এ এক অনিঃশেষ প্রবাহ
             নদী থেকে উপনদী
                            সংহত প্রসব

বিরামচিহ্নে পড়ে থাকে টুকরো কাচ
অদৃশ্য অথচ  গভীর এক বিরাম,
অর্পিত নীল , নিজেকে দেখি পৃথিবীময়
এক জীবন একরোখা
অসময়ে কড়া নেড়ে যায়




1 comment:

  1. কিছু কঠিন শব্দ রয়েছে।

    ReplyDelete