।। বাক্‌ ১১৭ ।। মাহমুদ নোমান ।।





তিনটি কবিতা : মাহমুদ নোমান

অন্ধকারের সহোদর


জং ধরা টিনের চালার ফুটোয়
শীত বৃষ্টি হচ্ছে
আমার ঘরটাজুড়ে,
কান্না শুকিয়ে গেলে
বাহুবন্দি ফড়িং
উড়ছে সবজি বাগানে
আমি আর চাই নি ফেরত
তোমাকে
আমি আর চাই নি বুঝতে
তোমাকে
তবে শুনি বিহাগী গোঙানি ,
আমি সে অন্ধকারের সহোদর
আমি দৌড়াচ্ছি
অন্ধকারও দৌড়াচ্ছে...


তর্ক

আকাশ সেজদায় আছে
তোমার কেমন স্পর্ধা
এখনো ঝুঁকছো না!
বেশ্যালয়ে কী বলেছো-
তুমি কোন জাতের মেয়ে...?
অথচ ঝুঁকেই গেছো
নয়তো ঝুঁকে গেছে
মোমের শরীরে
তার স্তনে টিপে
ভেবেছো নিজেকে পুরুষ!


রাত্রিভুক

আমার এক প্রেমিকা ছিলো
জিভ চুষিনি বলে ছেড়েও গেলো
এভাবেও অনেকের প্রেম ভাঙে
নদীর পাড়টা যেমন ভাঙে-
কচুরিপানার মতো ভেসে যায় স্রোতে,
সাঁতরাবেও বা আর কতো!
যোনি চুষেনি বলে কোনো কোনো
পেশিওয়ালা পুরুষ
সাঁতরায়ে বিছানা পর্যন্ত এখনো
ছুঁ'তেও পারে নি!



1 comment: