দুটি কবিতা : ব্রতশুদ্ধ
ইউলজি
ডিয়ার মারমেইড,
আমি আরো নিষ্ঠুর হতে পারতাম। কিন্তু আমি বেছে
নিয়েছি পাহাড় কাটা জোছনা পথ। আধার আরো নেমে আসতেই পারে। প্রিকওশানে ঘুম পাড়িয়েছি
রাতকে একটা ফ্লেয়ার সার্কেলে। ওহ ডিয়ার মারমেইড। আমি তোমার অক্ষতদেহের
খোঁজে মরিয়া হয়েছি। তোমার অন্তর্বাসহীন বুকে লেপ্টে থাকা শৈবালবিদ্যায় আমি নির্বাণ
খুঁজতে গিয়ে হারিয়েছি স্ট্যান্টোরিয়ান মন্ত্রে। আজো আমি তোমায় পূজি। খুঁজি। এসো
আরো আবেদন নিয়ে। আরো গাঢ় নীল জলে ভেসে। যেখানে আমরা বন্দিত্ব স্বীকার করে নেবো
একটা ফ্লাইং ক্যানোর বাসর ঘরে।
আবর্তন
গুডমর্নিং সিটি।
একটা কেঁচো নিয়ে লেখা গল্পে আমি আপনাদের কথা
উল্লেখ করেছি। মাটি খোঁড়া সকালে গুবলেট বাতির জেগে থাকা সময়ে কসমস ইতিবৃত্তের
জেনেটিক ভাইবে মৌমাছির শব্দ ধারণ করতে গিয়ে আবিষ্কার করেছি ওরাও সুপ্রভাত বলে
অভ্যস্ত। এসব কেউ ধারণ করেনা। একটা সিটিলাইফ শুধু জানে অক্টেন গাড়ির স্পিনিং
ট্যাকটিক্স। মুঠোফোনের সিগন্যাল ডায়াগ্রাম। লেজার বিমে হয়ে ওঠা বলয় অথবা প্লাস্টিক
পুতুলের নাভিতে লুকিয়ে থাকা প্রিপ্ল্যান্ড মুভমেন্ট।
দারুণ শুদ্ধ... ❤ ❤
ReplyDelete💜💜💜
Deleteওয়াহ।
ReplyDeleteধন্যবাদ 😊
Deleteসুন্দর, দাদা।
ReplyDeleteআবর্তন.... আহহ
ভালোবাসা দাদা
ReplyDeleteদুটো লেখাই বেশ ভালো লাগল।
ReplyDeleteঅনেক ধন্যবাদ
Delete